চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে ‘স্বপ্নপূরণ আশ্রয়ণ প্রকল্প-৬’ এর আওতায় একটি অসহায় পরিবারের জন্য নবনির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে।

এ সময় অসহায় পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় ও ঘর নির্মাণে অর্থ সহায়তা প্রদানকারীগণ সহ সার্বিক সহযোগিতাকারীদের জন্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দরিদ্র পরিবারের গৃহ নির্মাণে সহযোগিতাকারী সকলকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সুবিধাভোগী পরিবারের সদস্যরাও স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


১৪ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে এ উপলক্ষ্যে আয়োজিত নবনির্মিত ঘর ও প্রতীকী চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিওড়া আছগরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মওলানা মো. আনোয়ার উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির হোসেন খোকন, পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর মোহাম্মদ সুমন, চিওড়া ইউনিয়ন বøাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন নয়ন, ফাউন্ডেশনের সদস্য মো. আবুল হাশেম ভূঁইয়া, মো. জসিম উদ্দিন হাসান, আব্দুল্লাহ আল মামুন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available