• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:৫৫:১৫ (14-Nov-2025)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো স্বপ্নপূরণ ফাউন্ডেশন

১৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৭:১৬

সংবাদ ছবি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে ‘স্বপ্নপূরণ আশ্রয়ণ প্রকল্প-৬’ এর আওতায় একটি অসহায় পরিবারের জন্য নবনির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে।

Ad

এ সময় অসহায় পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় ও ঘর নির্মাণে অর্থ সহায়তা প্রদানকারীগণ সহ সার্বিক সহযোগিতাকারীদের জন্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দরিদ্র পরিবারের গৃহ নির্মাণে সহযোগিতাকারী সকলকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সুবিধাভোগী পরিবারের সদস্যরাও স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Ad
Ad

১৪ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে এ উপলক্ষ্যে আয়োজিত নবনির্মিত ঘর ও প্রতীকী চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিওড়া আছগরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মওলানা মো. আনোয়ার উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির হোসেন খোকন, পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর মোহাম্মদ সুমন, চিওড়া ইউনিয়ন বøাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন নয়ন, ফাউন্ডেশনের সদস্য মো. আবুল হাশেম ভূঁইয়া, মো. জসিম উদ্দিন হাসান, আব্দুল্লাহ আল মামুন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৫:১৯






Follow Us