নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

১২ নভেম্বর বুধবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা।


পুলিশ জানায়, আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং অবস্থায় থাকা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাসে আগুন লাগার সময় ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। আগুন টের পেয়ে বের হতে গিয়ে তিনি আহত হন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী সকাল ৯টার দিকে আগুনের ঘটনাটি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৫টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে বাসে আগুন ধরিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের ফোন পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের ভেতরের সবকিছু পুড়ে যায়।
বাসচালক সাত্তার বলেন, আমি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে নামি। নিচে নেমে দেখি চারজন লোক দুটি মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে, সবাই হেলমেট পরা। আমি চিৎকার শুরু করলে তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই।
বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, আমার একমাত্র উপার্জন ছিল এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করল জানি না। আমি তাদের বিচার চাই। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, যেন আমি ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা করা হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চালক ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available