রাঙামাটি প্রতিনিধি: প্রথমবারের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে নারী জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাঙামাটি জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নাজমা আশরাফী।

১৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাজমা আশরাফীকে রাঙামাটির নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে জারি করা একটি প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় মোট ১৪ জন কর্মকর্তাকে নতুন ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।


নতুন দায়িত্ব পাওয়ার আগে নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনের ১৪ নম্বর ক্রমিকে তার এই নতুন পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বর্তমানে রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ দায়িত্ব পালন করছেন। জুলাই বিপ্লব ২০২৪ এর পর তাঁকে রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available