• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে কার্তিক ১৪৩২ রাত ১১:২২:৪০ (14-Nov-2025)
  • - ৩৩° সে:

রূপায়ণ সিটিতে গজলের সুরে মুগ্ধ অতিথিরা

১৪ নভেম্বর ২০২৫ রাত ০৯:৫০:০০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রূপায়ণ সিটি উত্তরা আয়োজিত “গজল নাইট”-এ গজলের মধুর সুরে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। ১৪ নভেম্বর শুক্রবার স্কাই ভিলার রুফটপে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল গ্রাহক ও অতিথিদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা। 

Ad

বাংলাদেশের জনপ্রিয় গজল শিল্পী মনজুরুল ইসলাম খান একের পর এক হৃদয়স্পর্শী গজল পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। সুর ও অনুভূতির মেলবন্ধনে তৈরি হয় এক অনিন্দ্যসুন্দর পরিবেশ, যেখানে সবাই ডুবে ছিলেন সুরের জাদুতে। 

Ad
Ad

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, 'রূপায়ণ সিটিতে আমরা শুধু আবাসন নয়, এক পূর্ণাঙ্গ জীবনধারা উপহার দিতে চাই। এরই ধারাবাহিকতায় আমরা এই গজল নাইট আয়োজন করেছি।' 

রূপায়ণ সিটির সিইও এম এ মাহবুবুর রহমান বলেন, 'রূপায়ণ সিটি একটি জীবন্ত কমিউনিটি, যেখানে সবাই একসাথে সংস্কৃতি উপভোগ করে ও জীবনকে সুন্দরভাবে উপভোগ করে।' 

অতিথিরা জানান, রূপায়ণ সিটির এমন মননশীল আয়োজন তাদের ব্যস্ত জীবনে এনে দিয়েছে এক নির্মল প্রশান্তির পরশ। রূপায়ণ সিটি উত্তরা আবারও প্রমাণ করল- এটি শুধুই একটি আবাসন নয়, বরং সংস্কৃতি, বন্ধন ও আনন্দের এক পরিপূর্ণ কমিউনিটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রূপায়ণ সিটিতে গজলের সুরে মুগ্ধ অতিথিরা
১৪ নভেম্বর ২০২৫ রাত ০৯:৫০:০০











Follow Us