• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে কার্তিক ১৪৩২ সকাল ১০:৩০:২৬ (14-Nov-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জ গভীর রাতে স্কুল বাসে আগুন, চালক দগ্ধ

১৪ নভেম্বর ২০২৫ সকাল ০৯:০৭:২৯

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে শিবালয় উপজেলার ফলসাটুয়া এলাকায় গভীর রাতে থেমে থাকা দি হলি চাইল্ড স্কুল ও কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায়  থাকা বাসচালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হন।

Ad

১৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এমন ঘটনা ঘটে।

Ad
Ad

দগ্ধ চালক তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি স্কুলবাস পার্কিং করে রেখে চালক তাবিজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা ওই বাসে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা বাসচালক গুরুতর দগ্ধ হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিবালয় থানা পুলিশ চালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ন ইউনিটে রেফার করে করেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে শিবালয় থানা সেকেন্ড অফিসার (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ফলসাটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা- এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটিতে থাকা চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথায় করণীয়
১৪ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫৩:১৩






সংবাদ ছবি
মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে নিহত ১, আটক ১
১৪ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪৩:২১

সংবাদ ছবি
আরও ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
১৪ নভেম্বর ২০২৫ সকাল ০৮:১৮:১০


Follow Us