• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:২৯:৫৫ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

নবীনগরে কুখ্যাত ডাকাত সরদার মনেক মিয়ার ছেলেসহ ৩ জন গুলিবিদ্ধ

২ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩৫:৫৮

সংবাদ ছবি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কুখ্যাত ডাকাত সরদার মনেক মিয়ার ছেলেসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পাওয়া গেছে।

Ad

১ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার বড়িকান্দী ইউনিয়নের থোল্লাকান্দি এলাকার নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন মনেক মিয়ার ছেলে ডাকাত শিপন মিয়া (২৮), একই গ্রামের রাকিব হোসেন (২৬) ও সোহেল মিয়া (৩০)।

তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নুরজাহানপুর গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তার জের ধরেই এই গুলিবর্ষণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাহ আলম মিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, দু'পক্ষের মধ্যে সকালে কথা কাটাকাটির পর বিকেলের দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এসময় গুলিবিদ্ধ হয়ে তিনজন মাটিতে লুটিয়ে পড়ে। এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাজুড়ে এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় গাঁজাসহ দুজন গ্রেফতার
২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৪:৫৭



সংবাদ ছবি
সালাহর রেকর্ডে লিভারপুলের জয়
২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:৫৬

সংবাদ ছবি
ঘোড়াঘাটে প্রকাশ্যেই চলছে সরকারি জমি দখল
২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৫:৪৫




Follow Us