মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হলো এক চমকপ্রদ ও ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান।

উপজেলার উত্তর ছেংগারচর এমএম কান্দি গ্রামের হাজী আ. বারেক দেওয়ানের পুত্র সৌদি প্রবাসী মো. মহিন উদ্দিন আহাম্মেদ (মেহেদী হাসান রাজু) ও রুহিতার পাড় গ্রামের মো. আল-আমিন প্রধানের কন্যা আবিদা সুলতানা অনামিকা এই নবদম্পতির বিয়ে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসবমুখর পরিবেশ।


বিয়ের দিন ১৪ নভেম্বর শুক্রবার সকাল থেকেই এলাকায় গুঞ্জন ওঠে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবে একটি হেলিকপ্টার। ঠিক সময় মতো হেলিকপ্টারটি মাঠে নামতেই উপস্থিত শত শত মানুষের মধ্যে দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস। নবদম্পতিকে আনতে এমন আয়োজন করায় এলাকাবাসী বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।
বরের বাবা হাজী আ. বারেক দেওয়ান বলেন, ছেলের জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং তার ছোট বেলার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টার আনার ব্যবস্থা করেছি। এমন আয়োজন করতে পেরে আমি নিজেও খুব আনন্দিত। আল্লাহ্ তাদের সুখী দাম্পত্য জীবন দান করুন।
ফুফাতো ভাই সুমন সরদার বলেন, রাজু আমাদের পরিবারের খুবই প্রিয়। ও সবসময় বলত আমার বিয়েটা আলাদা হবে। আজ সেটা সত্যি হলো। হেলিকপ্টারে করে নবদম্পতিকে আনা এটা আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়।
বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুযায়ী ১৩ নভেম্বর বৃহস্পতিবার হলুদ, ১৪ নভেম্বর শুক্রবার শুভ বিবাহ ও কনের বাড়িতে প্রীতিভোজ এবং ১৫ নভেম্বর শনিবার বরপক্ষের বাসায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হচ্ছে।
অভিভাবকরা জানান, পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবের রূপ নেয়। এ ধরনের ব্যতিক্রমী বিয়ে এলাকায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন অনেকে।
কন্যার বাবা আল আমিন প্রধান বলেন, আগামীকাল শনিবার আমার মেয়ে ও জামাইকে ঘোড়ার গাড়িতে করে আমাদের বাড়িতে নিয়ে আসব। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়।
বর মেহেদী হাসান রাজু বলেন, আমি আমাদের পরিবারের ছোট ছেলে। বাবা–মা, ভাই–বোন সবাই আমাকে অনেক স্নেহ করে বড় করেছেন। জীবনের নতুন পথচলায় সবার দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এই কামনাই করি।
নবদম্পতি রাজু ও অনামিকার জন্য দুই পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available