নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় নৃশংসভাবে খুন হওয়া লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) দাফন সম্পন্ন হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর নাটোর শহরের গাড়ীখানা কবরস্থানে তাদের দাফন করা হয়।


এর আগে শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে মা ও মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আহতদের স্বজনসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তাদের মরদেহ নাটোর শহরের বড়গাছা এলাকার পৈতৃক বাড়িতে এসে পৌঁছায়। মা-মেয়ের নিথর দেহ একনজর দেখতে ভোর থেকেই আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমান। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত লায়লা আফরোজ গৃহিণী এবং তার মেয়ে নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম ঢাকার উত্তরায় সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। নাটোরে তার গ্রামের বাড়ি হলেও ২০১২ সাল থেকে তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন।
গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে সেই ফ্ল্যাট থেকে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ চার দিন আগে কাজে নেওয়া নিহতদের গৃহকর্মী আয়েশাকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available