রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাইর মোহাম্মদপাড়া গ্রামে রান্নাঘরের চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

৬ ডিসেম্বর শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা তিনটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।


ক্ষতিগ্রস্তরা হলেন মো. রফিক, মাসুদ ও রেজাউল করিম। তারা জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, চার কক্ষবিশিষ্ট কাঁচা দেয়াল ও টিনশেড ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available