• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:৪৬:৪৮ (24-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:৪৬:৪৮ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

কোস্টগার্ডের আধুনিকায়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৩ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১:৫৯:২৬

কোস্টগার্ডের আধুনিকায়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে কোস্ট গার্ড দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এই বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

১৩ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর আগারগাঁওয়ের সদরদপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর কোন সরকার কোস্ট গার্ডের জন্য কিছুই করেনি।

একমাত্র আওয়ামী লীগের উদ্যোগে দেশে এই বাহিনীর সৃষ্টি হয়েছে বলে জানান সরকারপ্রধান।

এ সময় প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের নবনির্মিত স্টেশন লক্ষীপুরের দুটি ভবন ভার্চুয়ালি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে চার ক্যাটাগরিতে পদক পরিয়ে দেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মৌলভীবাজার সদরে ৭ প্রার্থী বৈধ, বাতিল ১
২৪ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৩৯:১৪