দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৯ জুলাই শনিবার রাতে ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জিটিভির ফেনী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর প্রত্যয় পত্রিকার বার্তা সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময় প্রতিনিধি জুলফিকার আলম।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক বিটিভির জেলা প্রতিনিধি, দৈনিক অজেয় বাংলা ও সাপ্তাহিক নবকিরণ-এর সম্পাদক শওকত মাহমুদ। তিনি রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। অধিকাংশ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, কিছু পদে মৌখিক ভোট গ্রহণ করা হয়।
নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দেওয়ান মো. ইকবাল (নয়া দিগন্ত মাল্টিমিডিয়া), সহ-সাধারণ সম্পাদক: সুমন পাটোয়ারী (দৈনিক খবরপত্র), কোষাধ্যক্ষ জিয়াউল হক পিন্টু (আরটিভি ক্যামেরাম্যান ও দৈনিক আলোকিত সকাল), দপ্তর ও প্রচার সম্পাদক নাজমুল হাসান শুভ (দৈনিক আনন্দবাজার), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশফাল আহমেদ রাফি (সাপ্তাহিক জনতার বিপ্লব)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন মোয়াজ্জেম হোসেন মালদার (এশিয়ান টিভি ও দৈনিক যায়যায়দিন), সাখাওয়াত হোসেন (দৈনিক গণমুক্তি), নুর হোসেন (নাগরিক টিভি), আব্দুল মুনাফ পিন্টু (দৈনিক গণমানুষের আওয়াজ)। সদস্য হিসেবে রয়েছেন - শেখ ছাবেরুল হক চিশতী (স্বদেশ প্রতিদিন) এবং জাহেদ হাসান (নিউজ জাগ্রত প্রবাহ)।
নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার ও সাধারণ সম্পাদক নুর হোসেন নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available