• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৫:৫৮:১৫ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৫:৫৮:১৫ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গার্মেন্টসকর্মী তানিম হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

২৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৫৯:৪২

গার্মেন্টসকর্মী তানিম হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী তানিম হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক সোহেল রানাকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বরিশাল মহানগর বিমানবন্দর থানার সাতমাইল বাজার এলাকা থেকে র‌্যাব-৮ ও র‌্যাব-৪ দলের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল রানা ঢাকার আশুলিয়ার আউকপাড়া এলাকার হানিফ আলীর ছেলে। নিহত তানিম এবং দণ্ডিত সোহেল রানা পেশায় গার্মেন্টস কর্মী।

র‌্যাব জানান, পাওনা টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মী মোহাম্মদ তানিম ও সোহেল রানার মধ্যে বিরোধ চলছিল। ওই ঘটনার জেরে ২০১৭ সালের ২২ জুলাই ঢাকা মহানগরের কাফরুল থানার পলাশপুর এলাকায় এসে মোহাম্মদ তানিমকে পাওনা টাকা নিতে বলেন সোহেল রানা। 

তানিম পাওনা টাকা নিতে পলাশপুর এলাকায় পৌঁছালে সোহেল রানা ও সহযোগী ফরহাদ, আশিক ও নজরুল মোহাম্মদ তানিমকে অপহরণ করে তার মাকে ফোন করে মুক্তিপণ দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণের টাকা দিতে না পারায় মোহাম্মদ তানিমকে হত্যা করে এবং আশুলিয়ার খাগান এলাকায় লাশ ফেলে চলে যায় সোহেল রানাসহ তার সহযোগীরা। পরে এঘটনায় নিহতের মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ৯ নভেম্বর বিচারক সোহেল রানাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ আরিফ হোসেন জানান, পলাতক সোহেল রানা মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায় এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩