• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে শ্রাবণ ১৪৩২ রাত ০২:০৪:৪৫ (07-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে শ্রাবণ ১৪৩২ রাত ০২:০৪:৪৫ (07-Aug-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বেরোবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের খাবারে প্লাস্টিক, অর্ধ সিদ্ধ মাংস

৬ আগস্ট ২০২৫ সকাল ০৯:৩১:৫১

বেরোবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের খাবারে প্লাস্টিক, অর্ধ সিদ্ধ মাংস

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের তিন হলেই ফিস্টের (বিশেষ ভোজ) খাবারে পাওয়া গেছে প্লাস্টিক, অর্ধ সিদ্ধ, মাংসসহ স্বাদহীন মোরগ পোলাও। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা।

৫ আগস্ট মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এ ফিস্টের আয়োজন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর শহরের ঠিকানা হোটেল ও রেস্টুরেন্ট থেকে এই খাবার সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এর মধ্যে ঠিকানা হোটেলের খাবার নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বেশি অভিযোগ পাওয়া যায়। ওই রেস্টুরেন্টের খাবারে কেউ প্লাস্টিক, কেউ পোকা পেয়েছেন। কারো খাবারের মুরগির মাংস আধা সেদ্ধ। কারো খাবারের মাংসে তাজা রক্ত লেগে আছে।

শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী সজিব মিয়া বলেন, খাবারের মান নিম্নমানের। খাবারের ডাল নষ্ট। এ খাবার খাওয়াই যাচ্ছে না। মাংস সিদ্ধ হয়নি। আবার দেখি রক্ত লেগে আছে৷

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী আলিউল ইসলাম বলেন, অতি নিম্ন মানের খাবার আমাদের দিয়েছে।

এদিকে ফেলানী হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে লেখেন, যারা আজকে এই খাবার খেয়েছেন। তারা এই খাবার সম্পর্কে এক লাইন করে বলে যাবেন। বিশেষ করে ডালের স্বাদ। কেমন ছিল। শহীদ ফেলানী হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

এ ব্যাপারে জানতে চাইলে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বলেন, এগুলো মাঝে মাঝে থাকে। হোটেলে খাইতে গেলেও তো তোমরা পাও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ