• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:৫৮:৫৪ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:৫৮:৫৪ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জবিতে শহীদ সাজিদের স্মরণ সভা অনুষ্ঠিত

১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:০৯:০৩

জবিতে শহীদ সাজিদের স্মরণ সভা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর বিভাগের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। সভায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সাজিদের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

এসময়ে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পক্ষ থেকে সাজিদের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ ৬ লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক অনুদান তার পরিবারের নিকট হস্তান্তর করেন জাবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। 

এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া,  বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, শহীদ সাজিদের পরিবার এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউ একাডেমিক ভবনের নাম শহীদ সাজিদ ভবন নামকরণ, বিশ্ববিদ্যালয় থেকে সাজিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ, সাজিদের বড় বোনকে যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদানের দাবি তুলে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে উপাচার্য রেজাউল করিম বলেন, ‘সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্ব। আমরা কেউই এইভাবে তাকে হারিয়ে গর্বিত হতে চাইনি। সাজিদ আমাদেরই সন্তান। সে যেন এই জীবনের মত পরবর্তী জীবনেও সফলতা পায়, তার জন্য দোয়া করি। সাজিদের পরিবার যা হারিয়েছে ,তার পরিবারের মধ্যে দিয়ে যা যাচ্ছে, তা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। শিক্ষার্থীরা যেই দাবি করছেন, তা সম্পূর্ণ যৌক্তিক। সাজিদের স্মরণে শহীদ সাজিদের নামে নিউ একাডেমিক ভবনের নাম এই বিশ্ববিদ্যালয় দিবসে ২০ অক্টোবর কীভাবে অফিশিয়ালি নামকরণ করা যায়, তার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

তারই সাথে, সাজিদের বড় বোন এর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য যে আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব, তা নিবেন বলে নিশ্চিত করেছেন উপাচার্য।

সেই সাথে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে  সাজিদের পরিবারের জন্য আর্থিক সাহায্য নিশ্চিতের লক্ষ্যে তিনি বলেন, আসলে অর্থ দিয়ে সাজিদকে ফিরে পাওয়া সম্ভব নয়। তাও যতটুকু সম্ভব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেষ্টা করা হবে, তার পরিবারের জন্য কিছু করার জন্য। এর জন্য যদি দেশসহ অন্যান্য জায়গা থেকে সাজিদের স্মৃতিরক্ষার্থে, তাদের সহযোগিতার জন্য যতটুকু সম্ভাবনা আছে, তা খুঁজে বের করে তা কাজে লাগানোর চেষ্টা করব। 

তিনি আরও বলেন, ‘আজ শহীদ সাজিদ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি আমাদের মাঝে আছে। আমি শহীদ ইকরামুল হক সাজিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাবহ পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়, তার দোয়া করছি। সেই সাথে আমি এইটাও বলতে চাই, যেকোনো সময়ে আপনাদের যেকোনো প্রয়োজন হলে আমাদের স্মরণ করবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩