ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড দখল ও মটর ওয়ার্কারস ইউনিয়ন এর নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
২২ জুলাই মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রমিকদের একটি পক্ষ নির্বাচনে নানা অনিয়মের দাবি তুলে বাসস্ট্যান্ডের সামনে মানববন্ধনের আয়োজন করে।
এসময় ওপর পক্ষ মিছিল নিয়ে এসে ওই মানববন্ধনে হামলা চালায়। এতে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের জেরে ফরিদপুর থেকে সব ধরনের রুটে বন্ধ হয়ে যায় বাস চলাচল। পরে পুলিশ ও র্যাব সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে শ্রমিকরা । এক পক্ষের দাবি শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় চাঁদাবাজ আওয়ামী লীগের দোসরা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করলে ইউনিয়নের সাধারণ শ্রমিকরা তা প্রতিহত করে।
একইভাবে ওপর পক্ষের দাবি, বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধন এর দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের চেষ্টা কালে তাদের উপর অতর্কিত হামলা করে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা প্রদান করেছে।
এ ঘটনায় সাধারণ শ্রমিকদের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে।
বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমরা উভয়পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available