• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ রাত ১০:৩৮:৪১ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ রাত ১০:৩৮:৪১ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার ঘটনায় আটক ১

১৯ জুলাই ২০২৫ বিকাল ০৫:০৪:১৫

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার ঘটনায় আটক ১

স্টাফ রিপোর্ট নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মাকসুদুল হাসান জনি (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ও র‍্যাব যৌথভাবে তদন্তে নামে। 

এই ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে মূল অভিযুক্ত জাহাঙ্গীর (৩৮) কে আটক করেছে র‌্যাব-১১। অভিযুক্ত জাহাঙ্গীর সিদ্ধিরগঞ্জ বাগমারা এলাকার আব্দুল মমিনের ছেলে।

এর আগে, শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার সংলগ্ন তাকওয়া টাওয়ারের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে জনির অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। দুপুর ১২টার দিকে কয়েকটি শিশু খেলতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা ময়লা পানির মধ্যে পাওয়া গেছে এবং এতে পচন ধরেছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাকসুদুল হাসান জনিকে শ্বাসরোধে হত্যা করে ওই পরিত্যক্ত ভবনের লিফটের ফাঁকা স্থানে ফেলে রাখা হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, স্থানীয় ও গণমাধ্যম সূত্রে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারের সংবাদ পাওয়ার পর র‌্যাব-১১ একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এই নৃশংস, নির্মম ও ক্লুলেস হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১, নারায়ণগঞ্জ ছায়াতদন্ত শুরু করে।

এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ বাগমারা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এই ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। জাহাঙ্গীরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রযোজনায় এহসানুল হক বাবুর পথচলা
১৯ জুলাই ২০২৫ রাত ০৮:৫৫:২৭



শ্রীপুরে পৌর বিএনপি কর্মী সমাবেশ
১৯ জুলাই ২০২৫ রাত ০৮:২৭:২৯


নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ৩ জন
১৯ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১২:২০