• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ১২:১৮:২০ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ১২:১৮:২০ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

উন্নয়ন

নওগাঁয় রাস্তা-সেতু নির্মাণ কাজের উদ্বোধন

২০ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩১:২৬

নওগাঁয় রাস্তা-সেতু নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা ও কাবিটা কর্মসূচীর আওতায় প্রায় ১০ কিলোমিটার নতুন রাস্তা ও তিনটি সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে দুবলহাটি ইউনিয়নের কালিপুরগ্রামে নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন।

দুর্যোগ ব্যবস্থাপনা  শাখার  তথ্যমতে, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় নতুন রাস্তা নির্মাণ করা হবে ৯৬২০ মিটার এবং পৃথক পৃথক ৩টি স্থানে ১৫০ ফিট সেতু নির্মাণ করা হবে। এই রাস্তা নির্মাণ করা হলে নওগাঁ জেলার মান্দা-নওগাঁ উপজেলার মধ্যে দুরত্ব কমে যাবে। নওগাঁ সদর উপজেলার সাথে ৪টি ইউনিয়নের প্রায় দেড় লক্ষ লোক নওগাঁ জেলা সদরের সাথে যোগাযোগর সুবিধা পাবে। এতে এই অঞ্চলের জীবন মান উন্নয়নে ব্যাপক প্রভাব পরবে।

প্রধান অতিথি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, শেখ হাসিনার স্বপ্ন দেশের শহর ও গ্রামের মধ্যে কোন পার্থক্য থাকবে না। তারই অংশ হিসেবে এই নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এই রাস্তা নির্মানের ফলে অত্র এলাকার জনগনের দীর্ঘদিনের প্রাণের দাবি পুরণ হলো । আরও অধিক উন্নয়নের জন্য শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বের প্রতি আস্তা রাখতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে ও দুবলহাটি ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস তুহিন রেজা, তাজুল ইসলাম তোতা, নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহুবুবুল হক কমল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কারি কর্মকর্তা  প্রকৌশলি  মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক  মাশরেফুর রহমান মাহিন, ইশতিয়াক আহমেদ এমরান, দপ্তর সম্পাদক  ময়নুল হক রানা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ, শিকারপুর ইউপির চেয়ারম্যান কাজী রুকুনূজ্জামান টুকু, হাঁসাইগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি  সাবেক চেয়ারম্যান আবদুল জলীল সুইটসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
১৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৫১