• ঢাকা
  • |
  • সোমবার ৫ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:০৬:৫৪ (21-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:০৬:৫৪ (21-Jul-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

প্রেক্ষাগৃহে ঢাকার ‘আলী’ ও নেপালের ‘মিসিং’ সিনেমা

২০ জুলাই ২০২৫ দুপুর ০১:৪০:৪৩

প্রেক্ষাগৃহে ঢাকার ‘আলী’ ও নেপালের ‘মিসিং’ সিনেমা

বিনোদন ডেস্ক: সম্প্রতি দেশের সিনেমা হলে একসঙ্গে মুক্তি পেল দুটি নতুন সিনেমা—বাংলাদেশি ‘আলী’ এবং নেপালের ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’।

বিপ্লব হায়দার পরিচালিত ‘আলী’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমা এবং বগুড়ার মম ইন–এ। সিনেমাটির কেন্দ্রে রয়েছে অটিজমে আক্রান্ত এক যুবক আলী এবং তার বোনের গল্প। ভাইবোনের সম্পর্ক, মমতা, সংগ্রাম আর কিছু অ্যাকশন—সব মিলে গড়ে উঠেছে সিনেমার আবহ।

নাম ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। তার বিপরীতে রোশনি চরিত্রে আছেন প্রতিজ্ঞা। আরও রয়েছেন তাশদিক, নমিরা আহমেদ, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ ও শওকত সজল।

‘আলী’ চরিত্র নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘এই সিনেমায় আমি বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছি। সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি, প্রস্তুতি নিয়েছি চার মাস। চেয়েছি নিজেকে বদলে দর্শকদের সামনে হাজির হতে।’

অন্যদিকে, আজকের দিনেই ঘটেছে আরেকটি নতুন ইতিহাস। প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পেয়েছে একটি নেপালি সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। এর বিনিময়ে নেপালে মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘ন ডরাই’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ