• ঢাকা
  • |
  • সোমবার ৫ই শ্রাবণ ১৪৩২ রাত ০৩:৩১:২৭ (21-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই শ্রাবণ ১৪৩২ রাত ০৩:৩১:২৭ (21-Jul-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

জামায়াতে ইসলামী কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর চন্দ্র

২০ জুলাই ২০২৫ বিকাল ০৪:৫১:৪৫

জামায়াতে ইসলামী কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর চন্দ্র

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী বাংলাদেশে কেয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ৭১ এর রাজাকাররা দেশ চালাবে এটা অসম্ভব।

২০ জুলাই রোববার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, জামায়াতের যে সব দাবি, সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে – এটা জামায়াত সহ্য করতে পারছে না। আমি জানি, কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্যদল আসবে কিন্তু ওরা আসবে না।

তিনি আরও বলেন, জামায়াত পাকিস্তান বিরোধীও কাজ করেছে। তারা পাকিস্তানেও কোনো আসন পায়নি। জামায়াত ভারতেও আছে। তারা জনগণের ভাষা বুঝতে চায় না, তাদের মতলব ফাঁসিয়ে দিতে চায়। যারা একাত্তরকে স্মরণ করতে চায় না, তারা বলে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছে। তাদের কথা শোনার সময় বাংলাদেশের মানুষের নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ